• বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে আশাশুনি আনুলিয়ায় ত্রাণ বিতরণ ইজরাইলের পণ্য কোকোকোলা নষ্ট করে গাঁজার পক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায় যুবলীগ ওয়ার্ড নেতা বাবলুর অবৈধ মাটি বিক্রির ড্যাম্পারে সড়কে বেহাল দশা এলাকাবাসীর পক্ষ থেকে শাস্তির দাবি সাতক্ষীরায় আ-লীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি শাহিনুল হক গাজায় গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা উত্তাল প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বক্তব্য তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে তুলে ধরেন আবু জাহিদ ডাবলু  সাতক্ষীরা পৌর বিএনপির ৯নং ওয়ার্ডে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এসময় তারা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার দুপুরে সাতক্ষীরা পাওয়ার হাউজের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান অবমাননা লাঞ্ছনার ঘটনা ঘটছে।এরই ধারাবাহিকতায় সম্প্রতি কুমিল্লার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে বাড়ি থেকে ধরে এনে মারপিট শেষে গলায় জুতোর মালা পরানো হয়েছে। তাকে জেলার মধ্যে ঢুকতে মানা করা হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে। আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের দেহে যতটুকু শক্তি সামর্থ আছে আমরা তাই দিয়েই প্রতিরোধ গড়ে তুলবো।

বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, যারা দেশ স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে সরকারের ভূমিকা কী আমরা জানতে চাই।


More News Of This Category
bdit.com.bd