• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন:
আমনের ভরা মৌসুমেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। রাজধানী ঢাকাসহ সারা দেশেই গরীবের মোটাচালসহ সব ধরনের চালের দাম বেড়েছে। ফলে বিপাকে পড়েছে স্বল্প সাধারণ মানুষ।

খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বিক্রেতা ও মিল মালিকরা দাম বাড়িয়েছেন। আর পাইকারি বিক্রেতাদের দাবি মোকামে দাম বেড়েছে। মিলাররা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ তাদের। বর্তমানে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলেও জানান তারা। আর মিল মালিকদের দাবি, বাজারে ধানের যোগান কম।
তাই বেড়েছে চালের দাম। ক্রেতাদের অভিযোগ-বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের পকেট কাটা হচ্ছে। এক সপ্তাহ আগে যে মোটা চালের কেজি ছিল ৫০-৫২ টাকা, তা এখন ৫৪-৫৫ টাকা। মাঝারি মানের চালের কেজি ৫৫-৫৮ টাকা থেকে বেড়ে ৬০-৬২ টাকায় উঠেছে। মিনিকেট ও নাজিরশাইল ৬২-৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮ থেকে ৮০ টাকা কেজি।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd