স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ১০ দিনে পাঁচলাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
এ ছাড়া, পরিবেশ দিবস-২০২৪ কে সামনে রেখে এককোটি গাছ লাগিয়ে গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে সংগঠনটি।
শনিবার (২০ এপ্রিল) রাতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়ম মাফিক বৃক্ষরোপণ করার জন্য সংগঠনটির নেতাকর্মীদের আহ্বান জানান তারা।
তারি ধারাবাহিকতায়, চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ।
এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার(২৭ এপ্রিল) ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক, এহসানুল আহমেদ রিফাত সরকার এর নির্দেশে ও পারভেজ আহমেদ এর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি আরও চলবে। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে: আম, কাঠাঁল, পেয়ারা সহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হুমায়ুন আহম্মেদ, সাবেক সভাপতি- ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ, জুবায়ের আহমেদ রাহাত, যুগ্ন আহ্বায়ক-১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ, আশিকুর রহমান অনিক, সদস্য- ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ, লিয়াজুল ইসলাম লিফাত, সদস্য- ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ।
একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ, ১৩নং ভবানীপুর ইউনিয়ন শাখার প্রত্যেক নেতাকর্মী ও ওয়ার্ড নেতাকর্মীকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।