• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ভারতীয় চিনি উদ্ধার

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন (ময়মনসিংহ): ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও ভারতীয় চিনি উদ্ধার করা হয়। সোমবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি রোধ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে অপহরণকারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা, ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এর মাঝে এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে রাঘবপুর পূর্বপাড়া থেকে মাদক মামলার আসামী মোজাম্মেল ওরফে মোজাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এসআই জহিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের প্রদান গেইটের সামনে থেকে অপহরন মামলার আসামী তাওহিদ কায়সার আলম ওরফে শিপলুকে গ্রেফতার করে।
এসআই তানভীর আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রিয়াজ হোসেনকে দেশীয় অস্ত্র সহ, এসআই আসাদুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে শস্তুগঞ্জ (চায়না মোড়) টোলপ্লাজা এলাকা থেকে বিশেষ ক্ষমতা মামলার আসামী মন্টু সরকার ও মোঃ শফিকুল ইসলাম ড্রাইভারকে ৭৮ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শন তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd