দৈনিক গণশক্তিঃ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শেখ আলমগীর হোসেন সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার মোঃ মুহিদুর রহমানের ছেলে।
তাকে সাতক্ষীরা সদর থানার মামলা নং ২৫ তাং ১৮/০২/২৫ ধারা দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি এর তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশের বিশেষ অভিযানে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে
প্রেসবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সাতক্ষীরা সদর থানায় ৪জন, কলারোয়া থানায় ১জন, তালা থানায় ২জন, কালিগঞ্জ থানায় ৩জন, শ্যামনগর থানায় ২জন, আশাশুনি থানায় ০জন এবং দেবহাটা থানায় ১জন এবং পাটকেলঘাটা থানায় ১জনকে গ্রেপ্তার করা হয়।