সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে শহরের বকচরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তানভীর হুসাইন সুজন (৩৫) জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এহসানুল হাবিব অয়ন (৩৫) বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকার হাফিজুর রহমান হত্যা মামালায় সন্দেহজনক আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে
শেয়ার করুন