নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা
সাতক্ষীরায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয়
প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, সদস্য কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি এইচ এমন রহমাতুল্লাহ পলাশ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক শেখ তারিকুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের জেলা উপজেলা নেতৃবৃন্দ।