গণশক্তি ডেস্কঃ
চলমান দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে জরুরি আলোচনাসভার আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী চলমান আন্ত প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন। আমরা মনে করি, চলমান অন্তর্দ্বন্দ্ব ‘২৪-এর গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।
এতে আরো বলা হয়েছে, ‘ছাত্রসমাজের ঐকমত্যে চলমান দ্বন্দ্ব নিরসন হওয়া সম্ভব। সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা পালনকারী, ফ্যাসিবাদবিরোধী ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে জরুরি আলোচনাসভা আহ্বান করেছে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪