মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ৯২টি কেন্দ্রের মধ্যে নির্বাচন সম্পন্ন হলেও একটি কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই ছাড়াও পুলিশকে মারধর করলে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়। অন্য কেন্দ্রগুলোর ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৯৮৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।ওই কেন্দ্রে মোট ভোট তিন হাজার ৩২। উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নিকটতম প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথসাহা (স্বতন্ত্র) সুষ্ঠু ভোটগ্রহণ ও বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনের ভোটকেন্দ্র ও তার চারপাশে ১২টি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের চারপাশে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বেষ্টনী। র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার-ভিডিপির থাকছে কড়া
নিরাপত্তা ব্যবস্থায়। এ ছাড়াও মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। গতকাল শুক্রবার এমন চিত্র দেখা গেছে স্থগিত ওই ভোটকেন্দ্রে।
ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম বলেন, 'নির্বাচনের শতভাগ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 'উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক মিয়া জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রর প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারও পরিবর্তন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪