মোঃ সাবিউদ্দিন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে নগরীর টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই আলোচনা সভা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, যারা মানবতার কথা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৭ জনকে হত্যা করা হয়েছে। কেউ কথা বলেনি। তারা আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতেই মানবতার কথা বলে। বিএনপি জামাতের আমলে স্বামীর সামনে স্ত্রী এবং ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে। তখন তো এই মানবতার ফেরিওয়ালারা কথা বলেনি। আওয়ামী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের জায়গা দিয়েছে মানবিক কারণে। তাদের ফেরত পাঠানোর জন্য মানবিক দায়িত্ব নিয়ে কেউ এগিয়ে আসছে না।
আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে ঐ চক্র আমাদের কি করতে পারে তা ভাবুন। নেতৃত্বের প্রতিযোগীতা থাকতে পারে। বিবেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়েছে। অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার উন্নয়ন বেশি নিজেদের চাওয়া পাওয়াকে পিছনে ফেলে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি। শোক হোক মুক্তি এই শ্লোগান দিয়ে
মারুফা আক্তার পপি বলেন, আগষ্ট এলেই আমাদের রক্তক্ষরণ হয়। এর পরও পিতার রেখে যাওয়া ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে। তিনি আরো বলেন, টেইক ব্যাক বাংলাদেশের নামে বাংলাদেশকে পিছিয়ে দিতে কাজ করছে বিএনপি। রাজাকারদের গাড়িতে জিয়াউর রহমান ও খালেদা জিয়া জাতীয় পতাকা তুলে দিয়েছে। আমরা
টেইক ব্যাক এর নামে ৭১ আর ৭৫ এ ফিরে যেতে চাই না। যারা টেইক ব্যাক এর নামে অরাজকতার চেষ্টা করবে আমরা তাদের হাত ভেঙ্গে দিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়বই। তিনি আরো বলেন, মোস্তাক- জিয়া ১৫ আগষ্টের খুনী। তার মরণোত্তর বিচার দাবি করা হয়। তারেক জিয়া একুশে আগষ্টের খুনী। তারেক জিয়ার মুখোশ উন্মোচন করার দাবি করেন।
এছাড়া বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, মহিলা লীগ নেত্রী আনোয়ারা খাতুন, জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ সহ ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা, গৌরীপুর, সদর, তারাকান্দ, ফুলপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, ধোবাউড়া, নান্দাইল ও গফরগাঁও থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহে পৌছলে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে তাকে স্বাগত জানান।