• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিলেন তারেক রহমান সংঘর্ষে রণক্ষেত্র, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত থেকে দুই নারী আটক। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মোস্তফা। যোগ দেবেন খালেদা জিয়া, ২০১৮ সালের পর এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে সরিয়ে নতুন নিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কালিগঞ্জ উপজেলা বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত।

ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ৯ম সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ: বুধবার (৩ জুলাই) অর্থবছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ (ডিসিএলডব্লিউসি) এর ৯ম সভা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

অনুষ্ঠানের ময়মনসিংহ বিভাগের সার্বিক শিশুশ্রম পরিস্থিতি তুলে ধরেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ। প্রতিবেদনে তিনি সরকার ঘোষিত ৪৩ টি ঝুঁকিপূর্ণ সেক্টরের কথা উল্লেখ করেন যার মধ্যে ৩৫ টিই ময়মনসিংহে বিদ্যমান।

সংশ্লিষ্ট দপ্তর ২০২৩-২০২৪ অর্থবছরে ময়মনসিংহ জেলায় মোট ১২৫ জন শিশু শ্রমিককে শ্রম হতে প্রত্যাহার করে পূনর্বাসনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। এছাড়াও দপ্তরটি গত অর্থবছরে বিভিন্ন সভা সেমিনার আয়োজন এবং পরিদর্শন কার্যক্রম ও শিশুশ্রম নিরসনে উদ্বুদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন করেছে বলে জানায়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন,শিশুশ্রম নিরসনে সার্বিকভাবে আরো এগিয়ে আসার আহ্বান জানান কমিটির সদস্যদের।আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ১২৫ জন শিশু শ্রমিককে পূনর্বাসন করতে হবে। ময়মনসিংহে কতটি ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে তার তালিকা এবং তাতে কতজন শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত তার সুস্পষ্ট ডাটাবেইজ তৈরি করতে হবে।

আমরা যারা এই মিটিং এর সদস্য সবাইকে আরো তৎপর হতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( রাজস্ব/ সার্বিক)তাহমিনা আক্তার,রেঞ্জ ডিআইজির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন; সিটি কর্পোরেশনের প্রতিনিধি; মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সমাজসেবা, স্বাস্থ্য, কারিগরি শিক্ষা, শ্রম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd