দৈনিক গণশক্তি প্রতিনিধিঃ সাতক্ষীরা
১৬ই মার্চ ২০২৫ রোজ রবিবার বিকাল ৩ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বি, এন,পি ,নেতা আসিফুর বহমান তুহিনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বি,এন,পির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বি,এন,পির, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী , যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি , যুগ্ম আহবায়ক ড,মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন মশিউল হুদা তুহিন , জাকির হোসেন বাবু, শেখ আব্দুর রশিদ , চেয়ারম্যান রুহুল কুদ্দুস , আবু হেনা মোস্তফা কামাল, এ্যাডঃ এ, বি,এম,সেলিম , মোঃ খায়রুল আহসান , মোঃ আব্দুল করিম ঢালী, এ্যাডঃ গোলাম গনি দুদু, মোঃ খালিদুজ্জামান টিপু, মোঃ শাহরিয়ার জামান, মোঃ আব্দুল আলিম , মোঃ আশিক আনোয়ার আশিক , শরিফুল ইসলাম টোকন, আবু জাহিদ সোহাগ , রবিউল আওয়াল ছোট, মোঃ তুহিনউল্যাহ তুহিন, আরাফাত হোসেন পলাশ সহ উপজেলা নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ বলেন কাউ কে কোন নেতা আর কখনো নেতা বানিয়ে দিতে পারবে না।বর্তমানের হিসাব ও দলীয় সিদ্ধান্ত ওয়ার্ডের দলীয় সদস্য দলীয় ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের মানুষদের ওয়ার্ডে , ইউনিয়নে , উপজেলায় এবং জেলায় নেতা বানাবে ।
নেতৃবৃন্দ আরো বলেন বি,এন,পির ৩১ দফা গ্রামের সাধারণ মানুষের কাছে বোঝাতে হবে । বি,এন,পির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের সালাম দিবেন । দলীয় নেতা ও দলীয় কর্মী দের উদ্দ্যেশে বলেন বি,এন,পির,হাই কমান্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আশাশুনি উপজেলায় মতবিনিময় সভা করছি । দলীয় নিয়ম না মানলে এবং দলীয় সিদ্ধান্ত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দল থেকে বহিষ্কার করা হবে । মনে রাখবেন ব্যাক্তির চেয়ে দল বড় , আর দলের চেয়ে দেশ বড় ।