• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা উত্তাল প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বক্তব্য তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে তুলে ধরেন আবু জাহিদ ডাবলু  সাতক্ষীরা পৌর বিএনপির ৯নং ওয়ার্ডে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরায় সাংবাদিকবৃন্দের সম্মানে শহর ছাত্রদল এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় বিএনপির প্রশিক্ষণ সভায় তারেক রহমান কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বিতর্কে নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রাষ্ট্রপতির আদেশে ১০ দিনের মধ্যে নাটকীয় পরিবর্তন

ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা উত্তাল

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

দৈনিক গণশক্তিঃ সাতক্ষীরা

আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড এলাকায় গাজাবাসীর জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সর্বস্তরের ছাত্র-জনতা।

 

কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠন। বিক্ষোভকারীরা প্রথমে খুলনা রোডে মহাসড়ক অবরোধ করে, পরে মিছিল সহকারে নিউমার্কেট মোড় সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনসাধারণের মধ্যে সাময়িক ভোগান্তি দেখা দেয়।
কর্মসূচির অংশ হিসেবে নিউমার্কেট মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী, ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি আল ইমরান ইমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, সদস্য সালেহা জান্নাত, মাহফুজ আহমেদ সাগর ও সরকারি কলেজ ছাত্রদল নেতা আনারুল ইসলাম সান।

বক্তারা বলেন, গাজায় মুসলিম ভাই-বোনদের ওপর ইসরায়েলি হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা। সামর্থ্য থাকলে সাতক্ষীরার ২০ হাজার ছাত্র আজই ফিলিস্তিনে গিয়ে অংশ নিতো এই বর্বরতার বিরুদ্ধে লড়াইয়ে।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থী আরাফাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত, যেখানে গাজাবাসীর জন্য শান্তি ও সহমর্মিতা কামনা করা হয়। এরপর কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, জেলা ওলামা পরিষদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একযোগে অংশগ্রহণ করেন।


More News Of This Category
bdit.com.bd