• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বক্তব্য তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে তুলে ধরেন আবু জাহিদ ডাবলু  সাতক্ষীরা পৌর বিএনপির ৯নং ওয়ার্ডে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরায় সাংবাদিকবৃন্দের সম্মানে শহর ছাত্রদল এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় বিএনপির প্রশিক্ষণ সভায় তারেক রহমান কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বিতর্কে নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রাষ্ট্রপতির আদেশে ১০ দিনের মধ্যে নাটকীয় পরিবর্তন জামায়াতে ইসলামী একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে কাজ করে যাচ্ছে: শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খোরশেদ আলম

নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির।

সাইফুল্লাহ আল-কাফি / ১২৪ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

দৈনিক গণশক্তিঃ সাতক্ষীরা

মা-বো‌নেরা ঘরে ও কর্মস্থ‌লে সুর‌ক্ষিত থাক‌বে জানিয়ে বাংলা‌দেশ জামায়া‌ত ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ব‌লেন, কথা দিচ্ছি ক্ষমতায় গেলে নারীদের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না।

শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকা‌রি উচ্চবিদ্যাল‌য়ের মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে তি‌নি এ কথা ব‌লেন।

জামায়াত আমির বলেন, বিশ্বনবি স‌র্বোচ্চ ঝুঁকিপূর্ণ কা‌জেও নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধ ক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আট‌কে রাখার কে।

ডা. শ‌ফিকুর রহমান বলেন, নারীরা সামর্থ অনুযায়ী দে‌শের জন্য আত্ম‌নি‌য়োগ কর‌বে। তা‌দের পোশাক নি‌য়ে আমরা বাধ্য কর‌বো না। তারা ইচ্ছা ও খু‌শিম‌তো পোশাক পর‌তে পার‌বে।

তিনি বলেন, জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊর্ধ্বে থে‌কে কাজ কর‌বে জামায়াত। আমরা দুর্নী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে চাই। ইনসাফ কা‌য়েম কর‌তে চাই। যেখা‌নে মানুষ চাইলেও অধিকার পা‌বে, না চাই‌লেও অ‌ধিকার পা‌বে।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির চমৎকার বাগান। এ বাগা‌নে মা‌ঝে ম‌ধ্যে হু‌তোম পেঁচা ঢু‌কে প‌ড়ে। এদের সম্প‌র্কে সতর্ক থাক‌তে হ‌বে। আমরা এমন দেশ চাই যেখা‌নে মস‌জিদ, ম‌ন্দির ও গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগ‌বে না।নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির

তিনি বলেন, আমরা সম্প্রী‌তির বাংলা‌দেশ গড়‌তে চাই। এ দেশ‌কে পৃ‌থিবীর শ্রেষ্ঠ দেশ বানা‌তে চাই। তবে কোনো উসকানিতে ফাঁদে পা দেওয়া যা বে না।


More News Of This Category
bdit.com.bd