স্টাফ রিপোর্টার: দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি ৫০ লাখ মানুষ কীভাবে যেন এই অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছেন।’
তিনি বলেন, ‘অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা যুক্ত হয়েছেন জানিয়ে পলক বলেন, অনেক বয়স্ক, রিটায়ার্ড পারসনরাও এর মধ্যে আসছেন।’
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘জুয়ার ২ হাজার ৬০০ সাইটের তালিকা প্রকাশ করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।’
প্রতিমন্ত্রী জানান, সাইট বন্ধের পাশাপাশি সচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে প্রতারিত না হন। দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয়।