আন্তর্জাতিক ডেস্কঃ
জার্মানির বার্লিন শহরে প্যাসেঞ্জার ট্রেনে আগুন ধরার ঘটনা ঘটেছে। ট্রেনে যখন আগুন লাগে, তখন ভিতরে যাত্রীরা ছিলেন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।
রোববার (৩ নভেম্বর) রাত ৯: ৫০ নাগাদ এই ঘটনা ঘটেছে বার্লিন আর ব্র্যান্ডেনবুর্গ স্টেশনের মাঝখানে। ট্রেনের অ্যালার্ম শুনেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
দমকলের কর্মীরা জানিয়েছেন, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। আচমকাই একটি আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চালক দেখতে পান বিপুল পরিমাণ ধোঁয়া বার হচ্ছে ট্রেন থেকে। ট্রেনের নারী অ্যাটেনডেন্ট দেখেন ধোঁয়ার সঙ্গে ট্রেনের একটি অংশে আগুন জ্বলছে। সে সময় ট্রেনে পাঁচজন যাত্রী ছিলেন। দ্রুত তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ট্রেনটি ছেড়ে সকলে স্টেশনে গিয়ে আশ্রয় নেন।
কেন তিন কামরার ট্রেনটিতে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তবে দমকলকর্মীরা জানিয়েছেন, গোটা ট্রেনটিই কার্যত পুড়ে গেছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানোর জন্য রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা ৩০ পর্যন্ত ওই রাস্তায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল কারণ, দমকলকর্মীরা তখন আগুন নেভানোর কাজ করছিলেন।
জার্মানির পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ বোঝা যায়নি। পোড়া ট্রেনটির ভিতরে ঢুকে রাতভর তদন্ত করেছে পুলিশের বিশেষ বাহিনী। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ না জানা পর্যন্ত ট্রেনটিকে ঘটনাস্থল থেকে সরানো হবে না।