মোঃ সাবিউদ্দিন: দিদি নাম্বার ওয়ান (Didi Number One)- বর্তমানে বাংলার একমাত্র জনপ্রিয় ও সবচেয়ে পুরোনো একটি রিয়েলিটি গেম শো হলো দিদি নাম্বার ওয়ান। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে জি বাংলা (Zee Bangla)-র পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে এটি। আর শুরু থেকেই এটি জনপ্রিয়তা পেয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) হাত ধরে। তার হাত ধরেই একের পর এক সিজনের মাইলস্টোন পেরিয়েছে এই গেম শোটি। যার কারণে এখন রচনাকে ছাড়া এই গেম শোটি কেউ ভাবতেও পারে না।
রচনার সঞ্চালনার কারণে এই শোয়ের টিআরপি রয়েছে তুঙ্গে। যার ফলে প্রতিদিন বিকেল পাঁচটা ও রবিবার রাত সাড়ে আটটা বাজতেই প্রতিটি বাড়ির মা ঠাকুমারা বসে পড়ে টিভির পর্দার সামনে। কিন্তু এরই মাঝে সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ করে সঞ্চালনার দায়িত্ব থেকে সড়ে আসলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত টিআরপি থাকা সত্ত্বেও কেন বদলে দেওয়া হল রচনাকে? আর এর জবাব জানতেই মরিয়া হয়ে উঠেছে সমস্ত দর্শক মহল।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর একটি স্পেশাল এপিসোডে ঘটেছে এ ধরনের ঘটনা। যেখানে অভিনেত্রী রচনার পরিবর্তে তার জায়গা নিতে দেখা দিয়েছে অভিনেত্রী প্রীতি বিশ্বাসকে (Prity Biswas)। যারা নিয়মিত ধারাবাহিক দেখে থাকেন তারা অবশ্যই এই অভিনেত্রীকে ভালোমতোই চেনেন। যাকে ধূলোকনা, বালি ঝড় ও আরো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল। আর সম্প্রতি অভিনেত্রী রচনার পরিবর্তে তাকে মঞ্চে দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে।
তবে এটি মোটেও চিন্তার কোনো বিষয় নয়। কারণ অভিনেত্রী প্রীতি রচনাকে রিপ্লেস করার জন্য আসেননি। তিনি কেবলমাত্র কিছুক্ষণের জন্য সঞ্চালিকার পোডিয়ামে দাঁড়িয়ে খেলার নাটক করছিলেন। আর সেই ভিডিও ক্লিপটিই বর্তমানে তুমুল ভাইরাল গোটা নেট দুনিয়া জুড়ে। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এই ভিডিও ক্লিপটি শেয়ার করা হলে তা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে গোটা নেট দুনিয়া জুড়ে। আর স্বাভাবিকভাবেই সকলের মনে জেগেছে কৌতুহল।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪