• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
৫ দিন বন্ধ থাকবে যে ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব‌্যাং‌কিং সেবা শেখ হাসিনা সরকার গণতন্ত্রসহ সবকিছু ধ্বংস করে গেছে : ড. ইউনূস। সরকারের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব এবার ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রাজধানীর যেখানে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের। গভীরভাবে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার, জরুরি তলবে হাজির ভারতের রাষ্ট্রদূত সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের এবার যে নির্দেশ ছাত্রশিবির যেসব প্রোগ্রামে থাকবে আমরা সেখানে যাবো না’ ১৫ আগস্টকে ছুটি ঘোষণার রায় স্থগিত নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির।

এইচএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধায় শিক্ষার্থীর আত্মহত্যা

রাসেল আহমেদ / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল) করায় গাইবান্ধার সদর উপজেলায় আব্দুল্লাহ আল নোমান নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের মো. জিল্লুর রহমান মন্ডলের বড় ছেলে। নোমান সাদুল্লাপুর সরকারি ডিগ্রী কলেজের (বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফলাফল প্রকাশিত হওয়ার পর একটি কম্পিউটারের দোকানে গিয়ে নিজের ফলাফল দেখে নোমান। ফলাফলে পর্দাথ বিজ্ঞানের এক বিষয়ে ফেল করার বিষয়টি জানতে পারে। এরপরই বাড়িতে এসে একটি ফাঁকা ঘরে গলায় ফাঁস দেয় নোমান। ঘটনার সময় নোমানের মা কিস্তি দিতে বাড়ির বাইরে যায়। এসময় তার বাবাও বাড়িতে ছিলেন না। 

কিছুক্ষণ পরে বাবা ও মা বাড়িতে এসে নোমানকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় নোমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করে শিক্ষার্থী নোমান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। সুরতহাল তৈরির পর যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd